Worlddesk

আজকের পত্রিকা | ই-পেপার | আর্কাইভ

ভৈরবে আর্টিফিসিয়াল ফ্লাওয়ার প্রশিক্ষণ উদ্বোধন

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে ছয় দিনব্যাপী আর্টিফিসিয়াল ফ্লাওয়ার তৈরি বিষয়ক দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। ২২ আগস্ট রোববার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা এই প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন। 

জানা যায়, ভৈরব উপজেলা পরিষদের অর্থায়নে, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের বাস্তবায়নে ভৈরবের ২০ জন নারী উদ্যোক্তাকে নিয়ে রোববার থেকে ৬ দিনব্যাপি আর্টিফিসিয়াল ফ্লাওয়ার তৈরি বিষয়ক দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। 

প্রশিক্ষণে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আবু ইউসুফ, মাধ্যমিক শিক্ষা অফিসার এম আবু ওবায়দা আলী, একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম প্রমুখ। 

এসময় উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, মাননীয় প্রধানমমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পুরুষদের বেকারত্ব দূর করার পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে নানান উদ্যোগ গ্রহণ করেছেন। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে বিনা খরচে নানা ধরণের সহায়তা করে যাচ্ছেন। রোববারথেকে ৬ দিনব্যাপি আর্টিফিসিয়াল ফ্লাওয়ার তৈরি বিষয়ক দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণটি একজন নারীকে স্বাবলম্বী করতে সহায়ক হিসেবে কাজ করবে। আর্টিফিসিয়াল ফ্লাওয়ার যেমন সৌন্দর্যবর্ধন করে তেমন তা বিক্রি করে টাকা আয় করা যায়। একটি সংসারে পুরুষের পাশাপাশি আয় উন্নতিতে নারীরা স্বাবলম্বী হয়ে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। এতে সংসারের দরিদ্রতা দূর হয়। উপজেলা পরিষদের পক্ষ থেকে এরকম প্রশিক্ষণ সহায়তা অব্যহত থাকবে বলে তিনি জানান।

Loading

Loading

নিজ বিভাগীয় নিউজ দেখুন.....
October 2025
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Worlddesk